লৌহজং মালির অংক বাজারে কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

0 ৮৫

লৌহজং মালির অংক বাজারে কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

 

মতিউর রহমান রিয়াদঃ

আধুনিক চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজারে হাসেম’স ডিজিটাল ও কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ ই আগস্ট শুক্রবার বিকালে সেন্টারের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার। বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু সায়ীদ ইমু। ভাইস চেয়ারম্যান সাব্বির আহমেদ সৌরভ।

ম্যানেজিং ডিরেক্টর ডা. জহিরুল ইসলাম জোহান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও মিডিয়া প্রমুখ। উদ্বোধনের আগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ বিষয়ে ম্যানেজিং ডিরেক্টর ডা. জহিরুল ইসলাম জোহান জানান, আমাদের সেন্টারে নানা সাধারণ ও জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের সুবিধা পাওয়া যাবে।

Leave A Reply

Your email address will not be published.