লৌহজং কলমায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0 ১৪৬

লৌহজং কলমায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

dhaka post today

মতিউর রহমান রিয়াদঃ

২৬ ই আগস্ট মুন্সিগঞ্জ, লৌহজং, কলমা ইউনিয়নের মধ্য কলমা গ্রামে শ্বশুরবাড়ি হইতে জান্নাতুল ফেরদৌস ছোয়া মনি (১৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। নিহত নারীর ভাইয়ের সাথে কথা বললে ঘটনার বিবরণিতে জানা যায় ২৬ দিন আগে ছোয়া মনি (১৮) একই গ্রামের মনির শেখের এর পুত্র, মুন্না (২৩) নামের এক ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে।

 

পালিয়ে যাওয়ার কারণে রাগ অভিমান করে আমরা বোনের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেই। বিয়ের পর থেকেই লোকমুখে জানতে পারি যৌতুকের জন্য আমার বোনকে নির্যাতন করা হচ্ছে। ২৬ আগস্ট শনিবার দুপুর ১ টার দিকে আমার বোন বাবাকে ফোন দিলে কাজের ব্যস্ততায় বাবা ফোন ধরতে পারে নাই। বিকেল তিনটার দিকে আমাদের কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। নিহতের ভাই মারুফ খান কান্না জড়িত কন্ঠে বলেন আমার বোনকে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই।

 

লৌহজং থানা অফিসার্স ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন এর সাথে কথা বললে তিনি জানান ভিকটিম উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ছোয়া মনি কলমার ডঙ্গুরকান্দি গ্রামের রতন খানের কন্যা।

Leave A Reply

Your email address will not be published.