রংপুর নগরীর ৪নং ওয়ার্ড কুকরুলে ফাহিম নামে এক ছাত্রের রহস্য জনক মৃত্যু।
Dhaka post today
মাটি মামুন রংপুর। প্রতিনিধি
রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল মধ্যে পাড়ায় ফাহিম (১৮) নামে এক ছাত্রের রহস্য জনক মৃত্যু।
মৃত্যের পরিবার বলছে তাকে মেরে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয় ও সরেজমিন সূত্রে জানা যায়
রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল মধ্যে পাড়া এলাকার নুর ইসলাম বাবলুর ২য় পুত্র ফাহিম (১৮) আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত। ২৯/০৮/২০২৩ তারিখ নুর ইসলাম বাবলুর স্ত্রী ও তার
মেঝো ছেলে ফাহিম (১৮) ছোট ছেলে আরাফাত সানি কে নিয়ে দুপুরে খটখটিয়ায় তাঁর বড় বোন আবেদা বেগম এর বাড়িতে বেড়াতে যায় এরপর সন্ধ্যা তারা বাড়িতে ফিরে আসে।
ঐ দিন রাত ৯ টার দিকে দেখতে পায় ফাহিম গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
তখন নুর ইসলাম বাবলুর স্ত্রীর চিৎকার চেচামেচি তে
আশপাশের লোকজন এসে ফাহিম কে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে পরশুরাম থানায় সংবাদ দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
ফাহিম এর মা আনজু বেগম অভিযোগ করে বলেন
কুকরুল আগরর পার এলাকার পিন্টু মিয়ার মেয়ে
আওনাত এর সাথে আমার ছেলে ফাহিম এর ভালোবাসার সম্পর্ক ছিলো তারি কারনে আমার ছেলে কে ওরা মেরে ফেলে গলায় ফাঁস দিয়ে রেখেছে
এর আগে কয়েক বার আমার ছেলে কে ডেকে নিয়ে গিয়ে মার ড্যাং ও করেছিলো আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে রংপুর মেট্রো পরশুরাম থানার এই মামলার তদন্ত অফিসার এস আই দেলোয়ার এর সাথে সাক্ষাৎ তে কথা বললে তিনি বলেন
মামলার তদন্ত চলছে তবে কিছু আলামতের কারনে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর হয়। পোস্টমর্টেম রিপোর্ট এলে বুঝা জাবে।