যৌতুক দিতে অস্বীকার করায় গৃহবধূ কে হত্যা 

0 ৯৬

যৌতুক দিতে অস্বীকার করায় গৃহবধূ কে হত্যা 

 

রতন ইন‌তিসার,বকশীগঞ্জ (জামালপুর)প্রতি‌নি‌ধি

 

জামালপুরের বকসীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ কে হত্যা করা হয়েছে

 

নিলাক্ষিয়া উত্তর পাড়া মোঃ রাকিকুর রহমান রাকিব এর মেয়ে মোছা: আপন (১৮) কে যৌতুক এর জন্য হত্যা করা হয়েছে।

 

( নিহতের) স্বামী মোঃ মামুন (২৫) পিতা মোঃ এরশাদ ঝগড়ারচর তিনানি পাড়া যৌতুক ইস্যুতে দীর্ঘদিন যাবৎ সপরিবারে নির্যাতন করে আসতেছে বলে জানা যায়,

 

বহুবার পারিবারিক সমাধানের পরেও গাতকাল ০৩/০৯/২৩ তারিখের আবারো যৌতুকের দাবি করাতে ভিক্তিম যৌক্তিক দিতে অস্বীকার করায় তার স্বামী সহ সপরিবারে পরিকল্পিত ভাবে হত্যায় লিপ্ত হয়।

 

হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার মিথ্যা নাটক সাজায় বলে দাবি করেন মেয়ের পিতা মো:রাকিবুর রহমান

 

এ ব্যাপারে শ্রীবর্দী থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীবর্দী থানার অফসার ইনচার্জ।।

Leave A Reply

Your email address will not be published.