লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল   

0 ৮২

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল   

নিজস্ব প্রতিবেদক:

লৌহজংয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লৌহজং পরিষদের মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে ফলপাকর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপে আঁটিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালীমান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বশিরুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.