জন্মদিনে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সিনিয়র সহকারী সচিব এসএম জামাল আহমেদ 

0 ১৯২

জন্মদিনে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সিনিয়র সহকারী সচিব এসএম জামাল আহমেদ 

 

Dhaka post today 

 রাউজ আলী, স্টাফ রিপোর্টারঃ

গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর ) তিনি তার জন্মদিন উপলক্ষে বলেন আমার জন্মদিনে। প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান সৃষ্টিকর্তাকে। যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হবার সুযোগ দিয়েছেন।

১০ সেপ্টেম্বর রাত ১২টা বাজার পর থেকেই আমার শ্রদ্ধেয় বড় ভাই-বোন, সহকর্মী, সহপাঠী, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী, ছোট ভাই-বোন ও প্রান প্রিয় বন্ধুরা ফেসবুক, মেসেঞ্জার, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন মাধ্যমে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনের কাছেও তেমনই। সৃষ্টিকর্তার প্রতি লাখো কোটি শুকরিয়া ও আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ পৃথিবীর আলো দেখতে পেরেছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি অতিক্ষুদ্র মানুষ টা একদিন বৃহৎ হতে পারি আমার কর্মের মাধ্যমে।দেশের সেবা করতে পারি।

আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্ম দিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনই একটি দিনে আমি এসেছিলাম। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ।

তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার স্রষ্টা।আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে।

Leave A Reply

Your email address will not be published.