নেছারাবাদে আস্থা সমবায় সমিতি গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও
নেছারাবাদে আস্থা সমবায় সমিতি গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলার সামনের সড়কে আজ সকাল ১১ টায় আস্থা সমবায় সমিতির জালিয়াতির অভিযোগে মানববন্ধন করেছে গুয়ারেখা ইউনিয়নের করফা গ্রামের হতদরিদ্র সাধারণ মানুষ।
আস্থা সমবায় সমিতির পরিচালক বিশ্বজিৎ হালদার ২০১৭ সালে উপজেলা সমবায় অফিস থেকে লাইসেন্স নিয়ে নেছারাবাদ উপজেলায় ১৪টি ব্রাঞ্চ করে সঞ্চয়, ডিপিএস ও এককালীন জামানতে দ্বিগুণ টাকা দেয়ার লোভনীয় অফার দিয়ে গ্রাহকের নিকট থেকে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা।
বিশ্বস্থ সূত্রে জানা যায় সমিতির পরিচালক বিশ্বজিৎ হালদার ১৪টি ব্রাঞ্চে প্রায় ১০ হাজার গ্রাহকের নিকট ৩০ কোটি টাকা আমানত রাখেন যা থেকে ১০ কোটি টাকা মাঠ পর্যায়ে লোন দেয়। বাকি ২০ কোটি টাকা নিয়ে বিশ্বজিৎ হালদার এলাকা থেকে উদাও হয়ে যায়।
আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। করফা গ্রামের হতদরিদ্র সাধারণ মানুষ বিশ্বজিৎ হালদার কে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি সহ তাদের টাকা ফেরৎ পাওয়ার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে গ্রাহকগন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব উল্লাহ মজুমদার এর নিকট অভিযোগপত্র জমা দেন ।