পাবনায় নিরাপদ মাতৃত্ব ও নবজাতক শিশুর যত্ন নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

0 ২০০

পাবনায় নিরাপদ মাতৃত্ব ও নবজাতক শিশুর যত্ন নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাউজ আলী, স্টাফ রিপোর্টারঃ

পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের অন্তর্গত হিরন নদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভা কক্ষে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে ও কোর গ্রুপ (ইউএসএ) এর সহযোগিতায় ইম্প্রোভিং, সেক্সচুয়াল, রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, নিউবর্ন, চাইল্ড এন্ড এডোলেসেন্টস হেলথ (এসআরএমএনসিএএইচ) প্রকল্প এর আওতায় নিরাপদ মাতৃত্ব এবং নবজাতক শিশুর যত্ন শিরোনামে এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

ব্রেড পাবনা জেলার বেড়া এবং সুজানগর এই দুই উপজেলায় ছয়টা ইউনিয়ন নিয়ে তারা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে। ব্রেড এর প্রকল্প অফিস বেড়া উপজেলায় অবস্থিত। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ডা: সানজিদা মুজিব, ইউএইচএন্ডএফপিও,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুজানগর,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোছাম্মৎ রিনা আক্তার, প্রধান শিক্ষক হিরন নদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ডা: সানজিদা মুজিব মায়েদের মাতৃত্বকালীন নিরাপত্তা বিষয় নিয়ে অবহিত করেন এবং নবজাতক শিশুর যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি ব্রেডের উদ্যোগে উক্ত প্রশিক্ষণ শালায় বিনামূল্যে রোগী দেখেন।

প্রশিক্ষণ কর্মশালার অধিবেশনে মোঃমনিরুল ইসলাম, (প্রকল্প সমন্বয়কারী এসআরএমএনসিএএইচ প্রকল্প, ব্রেড), প্রজেক্টর এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ছোট ছোট ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও তিনি প্রকল্পের উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

উক্ত কর্মশালা পরিচালনা এবং কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অর্গানাইজার এ,এইচ,এ,গিফারী।
আরো উপস্থিত ছিলেন ব্রেড এর ফিল্ড অর্গানাইজার মোছা: জান্নাতুল ফেরদৌস আমেনা সহ প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.