এবার আর্জেন্টিনা মরক্কোর কাছে ৭ – ০ গোলে হেরেছে

0 ৬৫৯

এবার আর্জেন্টিনা মরক্কোর কাছে ৭ – ০ গোলে হেরেছে

স্পোর্টস ডেস্ক

গোলসংখ্যা ‘৭’ নিয়ে ফুটবলে হাস্যরসের অনেক নমুনার দেখা মেলে। সেই সাত গোল এবার আর্জেন্টিনার কপালেও জুটেছে। মরক্কোর কাছে ফুটসাল প্রীতি ম্যাচে আকাশী-সাদা জার্সিধারীরা হেরেছে ৭-০ গোলে।

মরক্কোর মাঠে সফরকারী আর্জেন্টিনা কোনো পাত্তাই পায়নি। শুরু থেকে স্বাগতিকরা তাদের জাল কাঁপিয়েছে, যা ম্যাচের শেষ পর্যন্তই অব্যাহত রাখে।

শুরুতে স্বাগতিক মরক্কোকে লিড এনে দেন ওটমানে বুমেজু। এরপর ব্যবধান বাড়ান আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল। চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সুফিয়ান এল মেসরার এবং ইদ্রিস রাইস এল ফেন্নি।

মরক্কোর ষষ্ঠ গোলটি আসে সোফিয়ান চাররাউইয়ের কাছ থেকে। আলবিসেলেস্তেদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গোলরক্ষক আবদেলক্রিম আনবিয়া। দুদল দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) মুখোমুখি হবে।

 

Leave A Reply

Your email address will not be published.