এক দফা’র আন্দোলন আরও তীব্র করতে চান: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0 ১৪৩

এক দফা’র আন্দোলন আরও তীব্র করতে চান: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এম রাসেল সরকার:

জনগণকে সঙ্গে নিয়ে সরকার হটানোর ‘এক দফা’ আন্দোলনকে আরও তীব্র করার ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সরকারকে ‘অবশ্যই পদত্যাগ করে’ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দেওয়ার দাবিও আবার তোলেন তিনি।

শুক্রবার বিকালে ঢাকা মহানগর বিএনপির উত্তরের উদ্যোগে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সংলগ্ন মাঠে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তিসহ ‘এক দফা’ দাবিতে এ সমাবেশ হয়। বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমাদের হারাবার কিছু নাই। আমরা পথে নেমেছি, আমরা রাস্তায় নেমে গেছি। আমরা পদযাত্রা করছি, আমরা রোড মার্চ করছি, আমরা সমাবেশ করছি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। এই আন্দোলন এখন আরও তীব্র, তীব্রতর করতে হবে।”

তিনি বলেন, ‘‘সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করেন, গতকালও করেছে- এই আন্দোলনের দাবি যদি হাসিনা না মানেন তাহলে কি করবেন? এটা হাসিনার দায়িত্ব। উনি আমাদের কি করতে চান সেটা উনি ডিসাইড করবেন।”

বিএনপি মহাসচিব বলেন, ‘‘আজকে জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, একটাই সিদ্ধান্ত যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) ডাক দিয়েছেন- টেক ব্যাক বাংলাদেশ। এই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য, তার ভোটের অধিকার রক্ষা করার জন্য। সেই বাংলাদেশের মানুষের এগিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে।“

সমাবেশে তিনি সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বাংলাদেশের মানুষকে রেহাই দেওয়ার দাবি জানান। আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশনের সচিবের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তিনি কমিশনের সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘তাদের মিথ্যা বলতে এতটুকু বাধে না।”

ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, শাহজাদা মিয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, রাকিবুল ইসলাম বকুল, সাঈদ সোহরাব, তাবিথ আউয়াল, যুবদলের মামুন হাসান, কৃষক দলের হাসান জাফির তুহিন, তাঁতী দলের আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.