দক্ষিণ কেরাণীগঞ্জ ও আশুলিয়া এলাকা হতে আসামি দুলাল ও ইদ্রিস’কে গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও আশুলিয়া এলাকা হতে ধর্ষণ মামলার পলাতক আসামি দুলাল ও ইদ্রিস’কে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব সংবাদদাতা
গতকাল ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত র্যাব- ১০ ও র্যাব- ০৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদারীপুর জেলার ডাসার থানার মামলা নং-০৩(০৯)২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)/৩০ ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ ইদ্রিস হাওলাদার (৫০), পিতা-মৃত কাদের হাওলাদার,
মাতা-মোছাঃ রানু বেগম, সাং-মাগুড়া মাদারীপুর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত ইদ্রিস হাওলাদার এর দেয়া তথ্যমতে উক্ত মামলার প্রধান আসামি মোঃ দুলাল হাওলাদার (৩০), পিতা-এসকেন্দার হাওলাদার, সাং-মাগুড়া মাদারীপুর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল‘কে রাজধানী ঢাকার আশুলিয়া থানাধীন বালুরমাঠ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।