মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ জখম ২
নিজস্ব সংবাদদাতা
মোঃ তরিকুল ইসলাম
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাইতুল আমান মেম্বার বাড়ি জামে মসজিদের কমিটিতে না রাখায় ক্ষিপ্ত হয়ে কমিটির সভাপতি মোঃ হারুন ভাই আলাউদ্দিন ও তার ছেলে আকবরকে দা, লাঠি দিয়ে কুপিয়ে পিটিয়ে জখম করে প্রতিবেশী ওমর ফারুক বাহাদুর ও তার ছেলে মোরসালিন।
গতকাল বিকেল সাড়ে তিনটার সময় ওমর ফারুক আলাউদ্দিন ও তার ছেলে আকবরকে ঘর থেকে ঢেকে নিয়ে বেদম মারধর ও বটি দিয়ে কুপিয়ে জখম করে বলে জানান আলাউদ্দিন এর ভাবি তাসলিমা। এসময় ওমর ফারুক এর সাথে তার ছেলে মোরসালিন মারপিটে অংশ নেয়।
বিকেল ৫টার সময় নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহরুখ মালিক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বরিশাল শেরে এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি অভিযোগ করা হয়।