লালমাই উপজেলা আ.লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালীত
মোস্তফা কামাল মজুমদার
২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা এর সভাপতিত্ত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ এর সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু কল্যাণ মিত্র সিংহ রতন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভুইঁয়া,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ লোকমান হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন জয়,সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল মালেক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের রনি, সহ দপ্তর সম্পাদক বাবু রতন দে,সদস্য এমদাদুল হক মজুমদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কানিজ ফাতেমা,বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন,
ভূলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাবেক চেয়ারম্যান হাজী আবদুর রহিম,বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন,বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নূরু,উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু,মো: আমান উল্লাহ আমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাব্বি,উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব এ্যাড. বজলুর রহমান সোহাগ,সদস্য মীর মোশাররফ হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ,মৎস্যজীবীলীগ,কৃষকলীগ,শ্রমি কলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।