বকশীগ‌ঞ্জে অ‌টো‌রিক্সার চাপায় প্রাণ হারালেন শিক্ষিকা 

0 ১০৮

বকশীগ‌ঞ্জে অ‌টো‌রিক্সার চাপায় প্রাণ হারালেন শিক্ষিকা 

 

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতাঃ

 

তিন সন্তানকে বাড়িতে রেখে প্রতিদিনের মত রোববার সকালে স্কুলে গিয়েছিলেন ইয়াসমিন বেগম রীতা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকা। কিন্তু স্কুল থেকে আর বাড়ি ফেরা হলো না তার। অটোরিকশায় চাপায় প্রান হারিয়ে লাশ হয়ে ফিরলেন তিনি। রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের চর সরকারি প্রাইমারি স্কুলের সামনে অটোরিকশার চাপায় প্রান হারান ৩ সন্তানের জননী ইয়াসমিন বেগম রীতা। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

জানা যায়,রোববার দুপুরে স্কুল থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী স্কুল শিক্ষিকা ইয়াসমিন বেগম রীতা। অটোরিকশা থেকে মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নামার পর পিছন থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চাপায় সে গুরুতর আহত হয় । পরে দ্রুত তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান প্রচুর রক্তক্ষরণের কারনেই তার মৃত্যু হয়েছে। অটোরিকশা আটক করেছে স্থানীয়রা।

 

বিষয়টি নিশ্চিত করে মাদারেরচর এলাকার মাহবুবুর রহমান লাভলু জানান,ইয়াসমিন বেগম রীতা তার চাচাতো ভাইয়ের স্ত্রী। স্কুল থেকে ফেরার পথে অটোরিকশার চাপায় তার মৃত্যু হয়েছে। এতিম হলো ৩ সন্তান। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

মেরুরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। বেপরোয়া গতি ও অল্প বয়সী অদক্ষ চালকদের জন্য প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে সড়কে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে্।

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.