স্বরূপকাঠি বাস ষ্ট্যান্ডে ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই। ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা।
তরিকুল ইসলাম
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাস ষ্ট্যান্ডে ব্যাবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত আনুমানিক ২ টার সময় ইলেকট্রিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন এই আগুনে তাদের ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও তাদের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ তাদের পাশে দাঁড়ান এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব উল্লাহ মজুমদার বলেন ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সাহায্য নগদ অর্থ প্রদান সহ ২ বান্ডিল করে টিন বরাদ্দ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, স্বরূপকাঠি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল আমিন পারভেজ, ছারছিনা দরবার শরীফের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলহাজ্ব আব্দুর রশিদ, সোহাগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।