লৌহজংয়ে খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) ওরস মোবারক উদযাপন 

0 ৮৮

লৌহজংয়ে খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) ওরস মোবারক উদযাপন 

 

মতিউর রহমান রিয়াদঃ 

৫ ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত লৌহজং গাঁওদিয়া ইউনিয়নয়ের ঘোলতলি বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের লোকজনের আয়োজনে খাজা মঈনুদ্দিন চিশতী( রহঃ) এর ওরস মোবারক পালন করা হয়েছে ।

 

সরজমিনে ঘুরে দেখা যায় , সন্ধ্যায় খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ) এর ওরস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা । রাত দশটার পর থেকে ভোর রাত পর্যন্ত বাউল সংগীত পরিবেশন করা হবে । বাউল শিল্পী হচ্ছেন মনি দেওয়ান। শাবনুর সরকার।

 

গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার মোঃ হারুন আর রশিদ হাওলাদার এর সভাপতিত্বে। মোঃশহিদুল ইসলাম হাওলাদার (শহীদ মেয়র) এর সার্বিক পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঁওদিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আজিজুর রহমান হাওলাদার।

 

গাওদিয়া ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ শাহ আলম বেপারী সহ স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.