সরকার নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান

0 ৬৮

সরকার নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

সরকার নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেছেন ‘এক পার্সেন্ট ভোট পড়লেও নির্বাচন বৈধ’, আসলে এমন বক্তব্য তেলবাজ নির্বাচন কমিশনারই দিতে পারেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান কর্মসূচি নিয়ে দায়িত্বশীলদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এই অথর্ব নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গৃহপালিত কমিশনে পরিণত হয়েছে। এ ধরনের অথর্ব ও দলবাজ কমিশন দিয়ে জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কখনই সম্ভব নয়।

শনিবার রাজধানীতে সমাবেশের ঘোষণা

বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা ও চরম অব্যবস্থাপনা নিরসন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ৭ অক্টোবর(শনিবার) রাজধানীতে সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শনিবার দুপুর ২টায় রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ অক্টোবর ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে দৈনিক বাংলা মোড়ে শ্রমিক সমাবেশ এবং ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল ছাত্র-যুব সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, কর্মসূচিগুলো সফল করে সরকারকে একটি ম্যাসেজ দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরও যদি সরকার পদত্যাগ না করে তাহলে সরকারকে সতর্ক সংকেত দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

Leave A Reply

Your email address will not be published.