ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা

0 ৫০

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা

 

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের মন্ত্রীসভা। এরমাধ্যেমে এখন স্থল অভিযানসহ যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নিতে পারবে ইহুদিবাদী ইসরায়েল।

রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল শনিবারই ঘোষণা দেন তারা ‘যুদ্ধ পরিস্থিতিতে’ আছেন। তবে এটি ছিল অনানুষ্ঠানিক ঘোষণা।

সাধারণ আইনের ধারা-৪০ উপর ভিত্তি করে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সরকারের প্রেস অফিস। ইসরায়েলের কোনো লিখিত সংবিধান নেই। তবে এটির ১৩টি সাধারণ আইন সংবিধানের কাজ করে।

গতকাল নেতানিয়াহু হুমকি দেন ফিলিস্তিনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও হুমকি দেন, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে একটি ‘নির্জন দ্বীপে’ পরিণত করা হবে।

নেতানিয়াহুর এমন হুমকি-ধামকির আগে ইসরায়েলের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হুমকি দেন, ইসরায়েলের উপর হামলা চালিয়ে হামাস ‘নরকের দরজা খুলেছে।’ আর এজন্য তাদের কঠিন মূল্য দিতে হবে।

এদিকে গতকাল থেকেই গাজা উপত্যকার বিভিন্ন ভবন ও অবকাঠামো লক্ষ্য করে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। আর তাদের এসব হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছে।

অপরদিকে হামাসও থেমে নেই। তাদের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশের পরই হামলা চালিয়ে যাচ্ছে। আর তাদের হামলায় প্রাণ হারিয়েছেন ছয়শরও বেশি ইসরায়েলি।

সূত্র: সিএনএন

Leave A Reply

Your email address will not be published.