ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।
সংসদীয় বোর্ডের অন্যান্য সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ ও ওবায়দুল কাদের উপস্থিত আছেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, গত শুক্রবার (৬ অক্টোবর) ও শনিবার (৭ অক্টোবর) দুই দিন আওয়ামী লীগ ওই দুই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বিক্রি করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৬ জন ও লক্ষ্মীপুর-৩ আসনে ১৪ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।