সাংবাদিক প্রীতম সাহার মৃত্যুতে সহকর্মীদের শোক

0 ২১৯

সাংবাদিক প্রীতম সাহার মৃত্যুতে সহকর্মীদের শোক

 

এম রাসেল সরকার:

দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার প্রীতম সাহা সুদীপ মারা গেছেন। বুধবার (১১ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

তার অকাল মৃত্যুতে সহকর্মী সংবাদকর্মীরা গভীর শোক জানিয়েছেন। এ ছাড়া শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

 

২০১৩ সালে সাংবাদিক প্রীতম সাহা অনলাইন পত্রিকা টাইমসওয়ার্ল্ড ডটকম পত্রিকার মাধ্যমে কাজ শুরু করেন। এরপর বিভিন্ন অনলাইন পত্রিকা হয়ে ২০১৭ সালে পরিবর্তন ডটকমে কাজ শুরু করেন। সেখান থেকেই দৈনিক খোলা কাগজে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। সর্বশেষ তিনি দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) হিসেবে কাজ করছিলেন।

 

সম্প্রতি খাদ্যনালির জটিল সমস্যার কারণে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে অপারেশন করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়। মিটফোর্ডে আইসিইউ না থাকায় বাসার কাছে সুত্রাপুরে বেসরকারি মিলেনিয়াম হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

হাসপাতাল থেকে তার মরদেহ তার বাসায় নেওয়া হয়েছে। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

তার সহকর্মীরা জানান, খুবই ভদ্র ও একজন বিনয়ী সাংবাদিক ছিলেন প্রীতম। সহজেই একজন মানুষকে আপন করে নিতে পারতেন। তার অকাল মৃত্যু যেন কেউ মানতে পারছেন না। প্রীতম হঠাৎ এভাবে চলে যাবে তা কেউ ভাবতেই পারছেন না।

 

প্রীতম পুরান ঢাকার বাংলাবাজার এলাকার কাগজীটোলায় পরিবারের সঙ্গে থাকতেন। চলতি বছরের জানুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.