আগামী দিনে রাজনীতি রাজপথে হবে না বুদ্ধি দিয়ে হবে

0 ৬৬

আগামী দিনে রাজনীতি রাজপথে হবে না, বুদ্ধি দিয়ে হবে

 

নারায়ণগঞ্জ,জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা আমাদের শিশুদের ভবিষ্যৎ। আমাদের ভুল থাকতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে আমাদের বাদ দিন, কিন্তু শেখ হাসিনাকে রাখুন। তরুণ প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে হবে। কেননা আগামী দিনে রাজনীতি রাজপথে হবে না, বুদ্ধি দিয়ে হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাবে শ্রমিক লীগের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আমরা ক্ষমতায়, কিন্তু আপনাদের কাউকে ফুলের টোকাও দিইনি। কিন্তু আপনারা আমাদের সুইট (নারায়ণগঞ্জের যুবলীগ নেতা)-সহ অনেককে মেরেছিলেন। সিদ্ধিরগঞ্জেই নয়জনকে মেরেছেন। রাজনীতিটা নষ্ট করবেন না, আপনারা যা করেছেন আমরা তা করবো না।

তিনি আরও বলেন, আমি তো ভেবেছিলাম কি জানি হয়ে যাবে আজ বাংলাদেশে। আজ চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ ছিল। এত হাঁকডাক বিভাগীয় মহাসমাবেশ। চট্টগ্রাম তো অনেক বড় বিভাগ। এ হলো তাদের অবস্থা। যারা বলেন জনগণকে দিয়ে সরকারের পরিবর্তন ঘটাবেন তারা আজ বুঝবেন সাধারণ মানুষ আপনাদের পক্ষে নেই।

শামীম ওসমান বলেন, ব্রিটেনের মতো দেশে বিদ্যুৎ খাতে দাম বেড়ে গেছে। সেখানে আমরা এখনো ভালো আছি। জাতির পিতার কন্যা দেশ বাঁচাতে কাজ করছেন। তিনি বিদ্যুৎ অপচয় করতে নিষেধ করেছেন। আল্লাহ শেখ হাসিনার ওপর রহমতের চাদর বিছিয়ে রেখেছেন। আইএমএফসহ সবাই বলেছে বাংলাদেশ চীন ও ভারতের চেয়ে ভালো থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যারা করে সবাই ভালো না। মুক্তিযুদ্ধ করে সবাই ভালো কাজ করেছে তাও নয়। মুক্তিযুদ্ধের পর যারা লুট করেছে তারা আসল মুক্তিযোদ্ধা না। একসময় যারা রাস্তার ধারে আইসক্রিম বিক্রি করতো, এখন হাজার কোটি টাকার মালিক এমন অনেক লোক নারায়ণগঞ্জেও আছে। তারাও রাজাকারের মতোই।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.