যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 ৩৩৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

নিজস্ব সংবাদদাতা:

গতকাল ১৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রনি (২৪), পিতা- মৃত শহিদুল ইসলাম, মাতা- তাসলিম বেগম, সাং- সদুরচর, থানা-লালমোহন, জেলা-ভোলা ২। ইমন হোসেন (২৩), পিতা-মাসুদ মিয়া, সাং- কুদার বাজার থানা- কদমতলী, জেলা-ঢাকা ৩।

 

মোঃ বাবু (২৪), পিতা-মৃত সেকেন্দার, মাতা-শাহনাজ বেগম, সাং- ৩৩১ গোবিন্দপুর, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৪। মোঃ মনির (২৭), পিতা- মৃত ফারুক, মাতা-মৃত কল্পনা বেগম, সাং-কুন্ডেরচর, থানা- জাজিরা, জেলা- শরিয়তপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

Leave A Reply

Your email address will not be published.