আন্দোলন সংগ্রামে আরও গতি আনতে দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে
আন্দোলন-সংগ্রামে আরও গতি আনতে দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ বজলুর রহমান বলেন, ঢাকার আন্দোলন-সংগ্রামের গতি বাড়াতে তাদের দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমিও কিছুক্ষণ আগেই জেনেছি।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানককে। আর দক্ষিণের দায়িত্ব পেয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে চায় আওয়ামী লীগ। এক্ষেত্রে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধিতে জোর দিচ্ছে ক্ষমতাসীন দলটি।
আরও জানা গেছে, ক্ষমতাসীন দলের ঢাকা বিভাগ সাংগঠনিকভাবে তুলনামূলক দুর্বল। আর এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাংগঠনিক কাজের দুর্বলতার কারণেই নানক-মায়াকে সংযোজন করা হয়েছে।
একইভাবে দায়িত্বে দুর্বলতার অভিযোগ রয়েছে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধেও।