প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রাজিলের রোনালদিনহো

0 ৭৩

প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রাজিলের রোনালদিনহো

 

dhaka post today

বুধবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রোনালদিনহো প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোনালদিনহোকে বলেন, ‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’

রোনালদিনহো ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হাসান জাহিদ তুষার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আবারও হোটেল রেডিসনে ফিরে যান রোনালদিনহো। সেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্রাজিল ভক্ত তামিম ইকবালও রোনালদিনহোর সঙ্গে দেখা করার কথা রয়েছে।

এর আগে দুপুর সাড়ে ৩টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি পাঁচ তারকা হোটেল র‍্যাডিসনে আসেন রোনালদিনহো।

Leave A Reply

Your email address will not be published.