ফেনসিডিল ও গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকা হতে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যমানের ৪৭ কেজি গাঁজা ও ১৮৩ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
নিজস্ব সংবাদদাতা :
অদ্য ২১ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন গোকলদাসারবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৯,৫৯,০০০/- (উনিশ লক্ষ ঊনষাট হাজার) টাকা মূল্যমানের ৪৭ (সাতচল্লিশ) কেজি গাঁজা ও ১৮৩ (একশত তিরাশি) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১।
মোছাঃ রেশমা বেগম (৩৭), স্বামী-মোঃ কবির হোসেন, ২। মোঃ শাকিল (২৬), পিতা-মৃত মজনু মিয়া, সর্বসাং- গোকলদাসারবাগ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন ও নগদ- ১০৩০/- (এক হাজার ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।