বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২৮ অক্টোবর সমাবেশ কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২৮ অক্টোবর সমাবেশ কর্মসূচি
জ্যেষ্ঠ প্রতিবেদক
আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
শাপলা চত্বরে ডাকা শান্তি সমাবেশ সফল করতে ইতোমধ্যে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে জামায়াত।
সোমবার (২৩ অক্টোবর) দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ.ফ.ম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কাছে শান্তি সমাবেশ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-উলামার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর(শনিবার) দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। বিষয়টি আপনার সদয় অবগতির জন্য পেশ করা হল। সমাবেশ বাস্তবায়নে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।
একইসঙ্গে ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।