মুলিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা পরিদর্শন মাশরাফি বিন মুর্তজা
জেলা প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার মুলিয়া বাজারের পাশ দিয়ে বয়ে চলা কাজলা নদীর ওপর একটি সেতুর অভাবে তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি সেতু নির্মাণের। দুর্ভোগ কমাতে এবার সেই দাবি দ্রুত পূরণের আশ্বাস দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে মুলিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন।
মাশরাফি বিন মুর্তজা বলেন, আপনাদের এই মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন, এটা সবাই জানে। বিশেষ করে নড়াইল জেলায় কয়েকটা ইউনিয়নের মধ্যে এই ইউনিয়ন আওয়ামী লীগের। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউনিয়নও বলা যায়। এই ইউনিয়ন থেকেই নৌকা মার্কার নির্বাচন শুরু হয়। সুতরাং এই ইউনিয়নের কাজ বাকি থাকবে, এটা হবে না। আপনাদের যে দাবি আছে সেটা অবশ্যই পূরণ হবে। আপনারা যে দাবি আমার কাছে করেছিলেন সেটা এখন অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আছে। আপনাদের এই ব্রিজ হবে।
মাশরাফি আরও বলেন, একটু দেরি হচ্ছে, সে জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু আসলেই আমাদের কিছু করার ছিল না। বৈশ্বিক মহামারি তো আমরা আনিনি, সারা পৃথিবীতে হয়েছে। আপনারা এত বছর ধৈর্য ধরেছেন। আর হয়ত ছয় থেকে আট মাসের বিষয়, এতটুকু ধৈর্য আপনারা রাখবেন। তারপর দেখবেন আপনাদের চোখের সামনে ব্রিজ দাঁড়িয়ে যাচ্ছে।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।