রেবা খাতুন’কে রাজধানীর বাড্ডা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি রেবা খাতুন’কে প্যাথিডিনসহ রাজধানীর বাড্ডা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
নিজস্ব সংবাদদাতা:
গতকাল ২২ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং-৫/৩৪৫,তারিখ-০৪/০৬/২০১৯ খ্রিঃ; ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(২)/২৫(বি); মামলায়
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোছাঃ রেবা খাতুন @ রেবা (৬০), স্বামী-আব্দুর রহমান, সাং-মালগ্রাম, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ৯০ (নব্বই) পিস প্যাথিডিন ও প্যাথিডিন বিক্রয়ের নগদ- ১২,৪৩০/- (বার হাজার চারশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত রেবা খাতুন উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকার বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।