সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা

0 ৭৯

সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা

 

বিনোদন ডেস্ক
বাঙালি যেখানেই থাকুক শিকড়ের টান তো থাকবেই। একথা মেনে চলেন সুস্মিতা সেন। মুম্বাইয়ের প্যান্ডেলে পূজা দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে কোমরে শাড়ি বেঁধে ধুনুচি নাচে যোগ দেন তিনি।
বাবা-মা, দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। প্রথমে মণ্ডপের ভেতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সেখানে বসে কিছুক্ষণ পূজা দেখেন। তারপরই অভিনেত্রীকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়।

চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসেন। তার ছকভাঙা জীবনযাপন বিটাউনে একসময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। জীবনে একাধিক পুরুষের সমাগম হলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। ২৫ বছর বয়সেই এক শিশুকন্যাকে দত্তক নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হলো তিনি। মেয়ের নাম রাখেন রেনে। তার কয়েক বছর পর দত্তক নেন ছোটমেয়ে আলিশাকে।

কিছুদিন আগে ‘তালি’ সিরিজে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সুস্মিতা। এবার তার ‘আরিয়া ৩’ মুক্তির অপেক্ষায়। নভেম্বর মাসের ৩ নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিরিজটি।

Leave A Reply

Your email address will not be published.