মোহময়ী অবতারে দেখা মেলে ক্যাটরিনার বাঙালিয়ানা সাজ

0 ১০৫

মোহময়ী অবতারে দেখা মেলে ক্যাটরিনার বাঙালিয়ানা সাজ

 

বিনোদন ডেস্ক

অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই হলুদ শাড়িতে বাঙালি নারীর সাজে মহানবমীর দিন মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পূজায় হাজির হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা। 

এদিন সিল্কের হলুদ শাড়িতে পূজা মণ্ডপে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। খোলা চুল, কানে দুল, মোহময়ী অবতারে দেখা মেলে ক্যাটরিনার। সযত্নে আঁচল দিয়ে আড়াল করে রেখেছেন নিজের পেট। যেন একদম ঐতিহ্যবাহী বাঙালিয়ানা সাজ।

ক্যাটরিনা যখন প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলের ভিতর প্রবেশ করেছিলেন, তখন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও তার পাশে ছিলেন। এরপর দুই অভিনেত্রী পাপারাৎজিদের ক্যামেরায় ছবি তোলার জন্য পোজ দেন।

ক্যাটরিনাকে শাড়িতে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। কেউ বলেছেন, ‘অভিনেত্রীকে শাড়িতে অসাধারণ লাগছে।’ কারো মন্তব্য, ‘সৌন্দর্যের তুলনায় সবদিক থেকে অনবদ্য ক্যাটরিনা।’ কেউ লিখেছেন, ‘ক্যাটরিনা ভারতীয় নন, তবুও তিনি আমাদের ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন।’

সম্প্রতি ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শেষ করেছেন ক্যাটরিনা। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘লেকে প্রভু কা নাম’ নামে একটি গানও। এছাড়াও ক্যাটরিনার ঝুলিতে রয়েছে মুক্তি প্রতিক্ষীত ‘মেরি ক্রিসমাস’ নামে আরও একটি সিনেমা। যেখানে তিনি জুটি বেঁধেছেন বিজয় সেতুপতির সঙ্গে।

Leave A Reply

Your email address will not be published.