টঙ্গীর কলেজ গেট এলাকার বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক

0 ৪৩

টঙ্গীর কলেজ গেট এলাকার বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক

 

গাজীপুর , জেলা প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকার শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাড়ি থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করে টঙ্গী পূর্ব থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে টঙ্গী কলেজ গেটের বিপরীতে অবস্থিত শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন সরকারের বাসা ঘেরাও করে পুলিশ। ৫টার দিকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করে কয়েকটি গাড়িতে করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়।

সালাহ উদ্দিন সরকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বাড়ির বৈঠকখানায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের সঙ্গে  আলোচনা করছিলাম। সভা চলাকালে বিপুল সংখ্যক পুলিশ বাড়িটি ঘেরাও করে রাখে। হঠাৎ পুলিশ এসে আমাদের দাঁড় করিয়ে দেয়। পরে টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা গাড়ি এনে আমাদের প্রায় ৬০-৬৫ জন নেতাকর্মীকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। পুলিশ সিনিয়র অনেক নেতাকর্মীকে তুলে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে অভিযান অব্যাহত আছে। আটককৃতদের সংখ্যা পরে ব্রিফ করে জানানো হবে।

Leave A Reply

Your email address will not be published.