বিএনপি’র অবরোধে নারায়ণগঞ্জের বোরাক বাসে ঢাকায় আগুন আহত -৩

0 ১২৫

বিএনপি’র অবরোধে নারায়ণগঞ্জের বোরাক বাসে ঢাকায় আগুন আহত -৩

মামুনুর রশীদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

৩১শে অক্টোবর বিএনপি’র ডাকা তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিনই ঢাকা জেলার মুন্সিখোলা জোড়া গ্যাস পাম্প সংলগ্ন
নারায়ণগঞ্জ থেকে ঢাকা গামী বোরাক বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।

৩১ শে অক্টোবর সকাল ৭টায়
দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয় এ সময় বাসটিতে প্রায় ৬০ জনের মত যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাস চালক ইয়ার হোসেন।

বাস চালক ইয়ার হোসেন জানান সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকা থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো- ১৫ ১৪-৪৭ গাড়িটি পাগলা বাজারে এসে থামে, এ সময় পাগলা বাজার থেকে প্রায় ২০-৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

মুন্সি খোলা জোড়া পাম্প সংলগ্ন মতিনের বালুর ঘাটের সামনে গেলে ৫০ থেকে ৬০ জনের একদল দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে পড়েন।

এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয় বলে জানান চালক ইয়ার হোসেন। বোরাক বাসের মালিক বিপ্লব জানিয়েছেন তার এই আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বাসটির প্রায় ৯৫% পুরে গেছেন এই বাসটি এখন আর বাসটি চলাচলের উপযোগী নয়।

এবিষয় ঢাকা কদমতলী থানার এস আই মেহেদী হাসান বলেন আগুন লাগানোর কয়েক মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসি, এ সময় পথযাত্রীদের নিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি

ফায়ার সার্ভিস আসার আগেই আগুন, নিয়ন্ত্রণে চলে আসে। আইন নানক ব্যবস্থা আমার উদ্বোধন কর্তৃপক্ষ কথা বলে নেয়া হবে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.