বকশীগঞ্জে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

0 ২৯৮

বকশীগঞ্জে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি॥

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছে রোকেয়া বেগম (১৫) নামে এক গৃহবধু। বুধবার মধ্যরাতে উপজেলার মেরুরচর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

নিহত নাজমা রোকেয়া বেগম ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান,বুধবার রাতে খাওয়া দাওয়ার পর মোবাইল ফোনে স্বামী ও শশুর শাশুড়ীর সাথে মোবাইল ফোনে কথা বলে নিজ ঘরে শুয়ে পড়ে রোকেয়া। রাত আনুমানিক ১২ টার দিকে রোকেয়ার চিৎকারের আওয়াজ শোনে বাড়ির লোকজন তার ঘরে যায়। এ সময় সে জানায় ইদুর মারার বিষ খেয়েছে।

 

এক পর্যায়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোহেল রানা বলেন,মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। তবে আসলে কি কারনে সে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রতন মিয়া
বকশীগঞ্জ, জামালপুর।

Leave A Reply

Your email address will not be published.