নিক্সন চৌধুরী ১ শতাংশ জমিও ছিল না আজ শত শত বিঘা জমির মালিক

0 ১৩১

নিক্সন চৌধুরী ১ শতাংশ জমিও ছিল না আজ শত শত বিঘা জমির মালিক

 

ফরিদপুর ,জেলা প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, নিক্সন বলেন তার রাজনীতি উন্নয়ন ও মূল্যায়নের রাজনীতি। আসলে উন্নয়ন কার হয়েছে? তার (নিক্সন) নিজের উন্নয়ন হয়েছে। এমপি হওয়ার আগে ভাঙ্গার কোথাও তার (নিক্সন) ১ শতাংশ জমিও ছিল না। আজ শত শত বিঘা জমির মালিক হয়েছেন। ভাঙ্গার বাড়িতে চিড়িয়াখানা করেছেন।

তিনি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিএনপির স্থানীয় নেতাদের প্রশ্রয় দেওয়ারও অভিযোগ করেন।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুমারখালি গ্রামে ঘারুয়া  ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এবার কিন্তু কঠিন নির্বাচন। পরাজিত শক্তি, যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা সবাই বিএনপির সঙ্গে আতাঁত করে এক হয়ে চেষ্টা করছে কীভাবে শেখ হাসিনাকে সরানো যায়।

উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন করে কাজী জাফর উল্লাহ বলেন, আপনারা কি আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এ সময় উপস্থিত জনতা দেখতে চাই বলে জবাব দেন। এরপর কাজী জাফর উল্লাহ বলেন, তাই যদি চান তাহলে নৌকা ছাড়া কোনো বিকল্প নেই। নৌকার বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে চেষ্টা করছে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা যায়।

তিনি উপস্থিত নারী ভোটারদের উদ্দেশ্য করে বলেন, মা-বোনদের ভোট নৌকা মার্কায় বেশি আসে। কারণ তারা কোনো লোভ করেন না। তারা বোঝেন, শেখ হাসিনা তাদের জন্য রাত-দিন পরিশ্রম করেন। নারীরা জানেন নৌকা জয়ী হলে তাদের সন্তানদের উন্নয়ন হবে।

বিএনপির বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ করে কাজী জাফর উল্লাহ বলেন, গত ২৮ সেপ্টেম্বর শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়ে বিএনপি সহিংসতা করে পুলিশ খুন করেছে। ডাক্তার ও সাংবাদিকদের ওপর হামলা করেছে। তারা আপনাদের মঙ্গল চায় না। তারা সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চায়।

কাজী জাফর উল্লাহ শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করে বলেন, পদ্মা সেতু দেখলাম, রেললাইন দেখলাম, বঙ্গবন্ধু টানেল দেখলাম, ঢাকায় উড়াল সেতু দেখলাম।

ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান নয়ন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন ও কামাল উদ্দিন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ খান, ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  গোলাম মোস্তফা প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.