চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্বসাতের অভিযোগ

0 ৫৯

চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্বসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা 

নিবন্ধন পরীক্ষায় পাশ’সহ শিক্ষক পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে আব্দূর রাজ্জাকের (৩৩) বিরুদ্ধে। তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)’র অফিস সহকারী পদে কর্মরত আছে।সে পাবনার বেড়া উপজেলার বড় নওগাঁ গ্রামের মো. জামাল উদ্দিন ফকিরের ছেলে।

 

টাকা নেয়ার পর থেকে পরীক্ষায় পাশ সহ চাকুরী হবে হচ্ছে বলে সময় ক্ষেপণ করছেন। জানাযায়, দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০১৫ সন থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে “শিক্ষক নিয়োগ” প্রক্রিয়া বন্ধ করে দেয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর পর থেকেই দেশের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়, বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

 

এদিকে অভিযুক্ত ১৪ জনকে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ করা’সহ চাকুরী দেয়ার নামে প্রায় কোটি টাকা গ্রহণ করে। এব্যাপারে একাধিক শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ’সহ চাকুরী দেয়ার কথা বলে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছে।এখন নির্ধারিত সময় অতিবাহিত হলেও নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ করা’সহ চাকুরী দিতে পারছে না। এঘটনায় তিনি বার বার সময় অতিবাহিত করছেন।

 

এ ব্যাপারে আরেক ভুক্তভোগী কাজী হাবিব উল্লাহ অভিযোগ করে বলেন, এনটিআরসিএ’র নিবন্ধন ও চাকরি পাইয়ে দেবার কথা বলে আমার ৬ জন আত্মীয়ের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)’র অফিস সহকারী পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা করে নেয় মো. আবদুর রাজ্জাক।

 

পরবর্তীতে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি নোটারি পাবলিক কার্যালয়ে একটি হলফনামায় সে অঙ্গীকার করে ৩০ অক্টোবর টাকাগুলো পরিশোধ করবে। কিন্তু ৩০ অক্টোবর থেকে সে আমার কল রিসিভ করছেনা। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

 

তিনি আরও জানান, আমার পিতার জমি বিক্রি করে আত্মীয় স্বজনদের টাকা পরিশোধ করতে হচ্ছে। শুধু আমিই নই সারাদেশে আমার মতো এমন অনেক ভুক্তভোগী রয়েছে। আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

এদিকে আরেক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন আব্দুর রাজ্জাক আজ প্রায় দুই বছর হলো বেসরকারি স্কুলে চাকরি দিবে বলে আমার থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে এবং আমার মাধ্যমে আরো কয়েকজন থেকে চাকরির কথা বলে টাকা নিয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত আবদুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

জানতে চাইলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)’র পরিচালক রোকসানা বিলকিস জানান, এ ধরনের কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখবেন।

Leave A Reply

Your email address will not be published.