গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হুমকি, আদালতে মামলা

0 ৬৯

গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হুমকি, আদালতে মামলা 

 

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ 

 

পটুয়াখালীর গলাচিপায় ভোগ দখলীয় জমি প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক দখল করার চেষ্টায় প্রতিপক্ষের বিরেুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। আর এতে প্রতিপক্ষের লোকজনের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামের ২নং ওয়ার্ডে। এ বিষয়ে মোকাম গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী মালতী রানী (৪৫) বাদী হয়ে ৪ জনকে আসামী করে ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর এমপি ৬২৮/২৩। তারিখ ১০/১০/২০২৩। মামলা সূত্রে ও মামলার বাদী মালতী রানী জানান, আমাদের ভোগ দখলীয় জমিতে প্রতিপক্ষ ১। মিন্টু দাস, ২। নিরান দাস, ৩। পপি রানী, ৪। মঞ্জু রানী ও তাদের দলের ৪/৫ জন অস্ত্রধারী, লুটার, সন্ত্রাসী লোকজন গত ১৩/১০/২০২৩ ইং তারিখ সকাল ১০ টার দিকে আমাকে আমার বসতঘর জায়গা জমি থেকে উচ্ছেদ করার জন্য সবজি ও চারাগাছ কাটা শুরু করে।

 

আমি নিষেধ করলে তারা আমাকে খুন জখম করার জন্য এগিয়ে আসলে আমি ডাক চিৎকার করায় লোকজন এসে পড়ায় আমাকে খুন করতে পারে নাই। কিন্তু তারা আমাকে প্রতিনিয়ত খুন জখমের ও ঘরবাড়ী ছাড়া করার হুমকি দিয়ে আসছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি আদালতে মামলা করেছি। তিনি আরও জানান, প্রতিপক্ষরা গায়ের জোরে আমার জমি ও ঘরবাড়ি দখল করে নিলে আমি স্বামী সন্তানদের নিয়ে পথে বসে যাব। আমার যাওয়ার আর কোন উপায় থাকবে না। ওই জমিতে শ্রী শ্রী মনসা ও হরিদেব নামে দুটি মন্দির রয়েছে। সেখানে ভক্তরা এসে নিয়মিত পূজা অর্চনা করেন। তাই আমি প্রশাসন ও সকল মহলের কাছে আমার জমি ও বাড়ীঘর অবৈধ দখলদারদের হাত থেকে বাঁচার প্রার্থনা করছি।

 

এ বিষয়ে মালতী রানীর স্বামী কেশব চন্দ্র রায় বলেন, ওই জমিতে আমরা দীর্ঘ প্রায় ৩০ বছর ঘরবাড়ি নির্মান করে ও গাছপালা লাগিয়ে ভোগ দখলে আছি। সরকার আমাদেরকে একটি ঘরও উপহার দিয়েছে। প্রতিপক্ষরা আমাদেরকে নিস্ব করে পথে বসানোর ষড়যন্ত্র করছে। তারা আমার স্ত্রী ও আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা গরিব মানুষ। আমি ও আমার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করি। আমরা এখন পরিবার নিয়ে আতংকে আছি। প্রতিপক্ষরা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোরও হুমকি দিচ্ছে।

এ বিষয়ে বিবাদী মিন্টু দাস ও নিরান দাসের সাথে কথা বলতে তাদের মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযুক্তকারী মঞ্জু রানীর সাথে কথা হলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি আরও বলেন, ওখানে আমাদেরও জায়গা আছে তারা আমাদের নামে মামলা করেছে, আমরাও তাদের বিরুদ্ধে মামলা করেছি।

Leave A Reply

Your email address will not be published.