১২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
“কুমিল্লা কোতয়ালী মডেল থানা কর্তৃক ১২(বার) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।”
নিজস্ব সংবাদদাতা
কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ অরুন কুমার চাকমা এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার কাশারীপট্রি চৌরাস্তার রঘুপুরের মিষ্টি ঘরের সামনে রাস্তার উপর তল্লাশি করে ১২(বার) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী
১. মোঃ আরিফ (৩৮), পিতা-মোঃ হারুন মিয়া, মাতা-মোসাঃ জেসমিন আক্তার ,স্থায়ী:-: (বাউবন মুহুরী বাড়ী, ২৬ নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা -কুমিল্লা,
২. শরীফ(৩০), পিতা-রমজান আলী, মাতা-নাজমা বেগম ,স্থায়ী: গ্রাম- কাশারিপট্টি (জনের ভাগিনা, ১৫নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা কে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তের উক্ত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-২০, তারিখ-০৭ নভেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(খ);তে মামলা অজু করা হয়েছে।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।