ওয়ারীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের ওপরে পড়ে যায়

0 ২৮২

ওয়ারীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের ওপরে পড়ে যায়

 

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান প্রাইভেটকারের ওপরে পড়ে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রাইভেটকারের ভেতরে আটকে পড়েছিলেন। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ওয়ারীর ইটখোলা রোডে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের ওপরে পড়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে সূত্রাপুর ও সিদ্দিক বাজার  ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় প্রাইভেটকারে থাকা একজন নিহত হয়েছেন।

 

Leave A Reply

Your email address will not be published.