সিএনজি’কে চাপা দেওয়ার ঘটনায় জড়িত বাস চালকে গ্রেফতার

0 ৬৬

রাঙ্গামাটিতে বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাত্রীবাহী সিএনজি’কে চাপা দেওয়ার ঘটনায় জড়িত বাস চালক পুলিশের হাতে গ্রেফতার।

নিজস্ব সংবাদদাতা

গত ০৪ নভেম্বর ২০২৩খ্রি. বেলা অনুমান ০২.৪৫ ঘটিকার সময় রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন ভেদভেদীস্থ রাঙ্গামাটি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিক্সায় থাকা চালক পিন্টু চাকমা এবং যাত্রী গুরি মালা চাকমা, ফড়ি চাকমা, রিকন চাকমা, রিপন চাকমা ও ফড়ি চাকমা গুরুতর আহত হয় এবং বাসে থাকা একজন যাত্রী নাজিম উদ্দিন আহত হয়। এর মধ্যে গুরি মালা চাকমা এর বাম পা এবং ফড়ি চাকমা এর ডান পা ঘটনাস্থলে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

আহতদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তথায় কর্তব্যরত চিকিৎসক গুরি মালা চাকমা(৩৫), স্বামী-মানিক চাকমা এবং ফড়ি চাকমা(৫০), স্বামী-সোনা মনি চাকমা’দেরকে মৃত ঘোষণা করেন।

 

গুরুতর আহত অন্যান্যদের মধ্যে রিকন চাকমা(৩০), রিপন চাকমা (৪০) ও ফড়ি চাকমা(৪০)’দেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার্ডক্রমে রাঙ্গামাটি জেলা পুলিশের এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

ঘটনার পরপরই বাস চালক নুরুল আবছার, পিতা: কবির আহাম্মদ ঘটনাস্থল হতে পালিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যায়। অতঃপর রাঙ্গামাটি জেলা পুলিশের একাধিক টিম উক্ত বাসচালককে গ্রেফতারে অভিযান পরিচালনা করে।

 

গত ৮ নভেম্বর ২০২৩খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার), মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম মহোদয়ের তত্বাবধানে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত বাস চালক’কে শনাক্ত করতে সক্ষম হয়। যার প্রেক্ষিতে সেদিন (৮ নভেম্বর) রাত অনুমান ২৩:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কোতয়ালী থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানাধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকা হতে অভিযান পরিচালনা করে বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

আজ (৯ নভেম্বর) বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বাস চালক গ্রেফতার সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মারুফ আহমেদ মহোদয়।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.