আমাদের নিক্সন সাহেবও ওই ব্রিটিশদের পরামর্শেই চলছেন
ফরিদপুর , জেলা প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্ল্যাহ বলেছেন, ব্রিটিশদের নীতি ছিল ভাগ করো আর রাজত্ব করো। আমাদের নিক্সন সাহেবও ওই ব্রিটিশদের পরামর্শেই চলছেন। ভাইয়ে ভাইয়ে, ঘরে ঘরে, ইউনিয়ন ইউনিয়নে তিনি গ্যাঞ্জাম লাগাইয়া দিচ্ছেন।
তিনি শুক্রবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ঈদগাঁ মাঠে এক উঠান বৈঠকে এসব কথা বলেন।
কাজী জাফর উল্ল্যাহ বলেন, এখানে আপনারা যাকে স্বতন্ত্র এমপি করেছেন তিনি আপনাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায় না। তিনি ওই ব্রিটিশদের মতো। এখানে ব্রিটিশরা রাজত্ব করতো। ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম লাগাইয়া দিতো। নিক্সন সাহেবও তাই করেন।
তিনি বলেন,রাজনীতি করা এখন রাজনীতিবিদদের জন্য কঠিন হয়ে গেছে। এখন মামলা আর হামলা এই ছাড়া এই সোনার ভাঙ্গায় আর কিছুই নাই। কোনও লোক শান্তিতে আছে বলে আমি মনে করি না। কারণ, তার(নিক্সন) যে একটা বিশাল বাহিনী আছে, এই বাহিনীর কাজই হলো কোন ভাই একটু ভালো আছে তার সাথে অন্য ভাইরে লাগাইয়া দিয়া দুইজনরে ক্যামনে ফ্যালাইয়া দেওয়া যায়।
তিনি বলেন, নিক্সন সাহেব কম জাদু জানেন না। একইসঙ্গে ৫ জনকে চেয়ারম্যানের মনোনয়ন দেন। পরে বলেন, যে হইয়া আসবা সেই আমার। এইভাবে মানুষকে অল্পদিনের জন্য বোকা বানানো যায়। কিন্তু মানুষকে বোকা রাখা যায় না। এই ভাঙ্গায় এক ডেসিমেল জায়গা না থাকা নিক্সন আজ হাজার হাজার ডেসিমেল জমির মালিক।
কাজী জাফর উল্ল্যাহ তার সামনে সমবেত ভোটারদের উদ্দেশ্যে বলেন, এখানে যারা উপস্থিত আছেন আপনারা ভবিষ্যতের চিন্তা করবেন। বিশেষ করে নারীরা। আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করবেন।
তিনি বলেন, ওই ওয়েলকামের (ওয়েলকাম পার্টি) টাকা, ইয়াবার টাকা কয়দিন চলবে বলেন। আজকে রাতে পুলিশ আসবে, যা কামাইছে থানাতে ধইরা নিয়া সব টাকা নিয়া যাবে। এরপর জেলে দেবে, পরে বাকী টাকা খাবে উকিলরা। আপনাদের ভাগ্যের কোনও উন্নয়ন হবে না।
সমবেতদের উদ্দেশ্যে প্রশ্ন করে কাজী জাফর উল্ল্যাহ বলেন, নিক্সন এখানে কাউকে চাকরি দিয়েছেন? সমবেতরা না না বলে উত্তর দেন। তিনি বলেন, নিক্সন চাকরি দিবে তার লোকদের। শিবচর-মাদারীপুর হলো তার এলাকা। সে আপনাদের জন্য কিছু করবে না। আপনাদের থেকে চুষবে আর ওখানে (মাদারীপুর) দিবে। এটাই হলো তার রাজনীতি। নিক্সন বালি কাটার টাকার ভাগ ওয়েলকাম, ফেনসিডিল, ইয়াবা বিক্রির লোকদের দেয় না। তাদের বলে, তোরা ফেনসিডিল বেঁচ, আর পুলিশরে বলে- ওগো ধর।
সভায় সভাপতিত্ব করেন কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েত উল্লাহ, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত,২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্যাহকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মাদারীপুররের শিবচর উপজেলার দত্তপাড়া মহল্লার বাসিন্দা মজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন।
এরপর থেকে ফরিদপুর-৪ সংসদীয় আসনের আওয়ামী লীগ দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। এরমধ্যে নিক্সনকে ২০২০ সালের ১৪ নভেম্বর কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। ২০১৮ সালের পর ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষ্মপাড়া গ্রামে একটি বাগান বাড়ি করেছেন নিক্সন।