লালমাইয়ে বাউল তাহমিনা ইসলামিক গণপাঠাগারের শুভ উদ্বোধন

0 ১৬৪

লালমাইয়ে বাউল তাহমিনা ইসলামিক গণপাঠাগারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোস্তফা কামাল মজুমদার

” পাঠাগারে বই পড়ি,আলোকিত জীবন গড়ি”
এ স্লোগানকে সামনে রেখে ১১ই নভেম্বর শনিবার সন্ধ্যায় বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়ায় মুর্শিদ কামেল কালিয়াপুরির হুজুরা শরীফে বাউল তাহমিনা ইসলামিক গণপাঠাগারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণপাঠাগারের উপদেষ্টা মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্ত্বে পাঠাগারের উদ্বোধন করেন প্রধান অতিথি বক্তব্য রাখেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: লোকমান হোসেন।

শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাঠাগারের উপদেষ্টা মো: আবু তাহের মেম্বার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও পাঠাগারের উপদেষ্টা মো: আবদুস সেলিম প্রমুখ।

পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর নির্বাহী সদস্য, আ হ ম মূস্তফা কামাল এফসিএ লোটাস কামাল গণপাঠাগারের সভাপতি ডা: মোঃ জয়নাল আবেদীন জয় সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই থিয়েটারের সাধারণ সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী মো: সফিকুর রহমান, উত্তর দৌলতপুর পশ্চিম পাড়া গণপাঠাগার ও

বিজ্ঞান ক্লাবের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন,বেতাগাঁ আবুল খায়ের গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রুবেল হোসেন ও পাঠাগার বিয়ষক সম্পাদক মো: কামাল হোসেন, আ হ ম মূস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) গণপাঠাগারের সদস্য মোসা: পারুল আক্তার মেম্বার, এ্যাড. আবদুল বাসেত মজুমদার গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের (প্রস্তাবিত) মো: ফজলে রাব্বি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাউল তাহমিনা ইসলামিক গণপাঠাগারের সভাপতি মো: আবদুল হাদি ,সাধারণ সম্পাদক মাষ্টার মো:নবিউল ইসলাম,অর্থ সম্পাদক মো: রবিউল আলম সহ কমিটির সদস্যগন।

উক্ত আলোচনা সভা বক্তাগন বলেন , শিক্ষা ও সংস্কৃতির উর্বর ভূমি লালমাই উপজেলায় ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উপজেলার বলিপদুয়া কেন্দ্রিক একটি গনপাঠাগার আবশ‍্যক।এ পাঠাগার এর মাধ‍্যমে লালমাই অববাহিকার মাটি ও মানুষের সৃষ্টি – কৃষ্টি, ঐতিহাসিক খ্যাতিমান ব‍্যাক্তি বর্গের অবদান তুলে ধরাই মূল লক্ষ্য এবং লেখা পড়ার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্র‍ীড়া উন্নয়নে কাজ করা।

 

ইসলামিক কোরআন, হাদিস ও ইসলামের গৌরবময় ঐতিহাসিক বই পড়ার মাধ্যমে সমাজে আলোকবর্তিকা পৌঁছে দেওয়া।
উল্লেখ্য যে, লালমাই থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট গীতিকার ও সুরকার,বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী, লালমাই উপজেলা কিশোর- কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষিকা,বিশিষ্ট ইসলামিক গবেষক বাউল তাহমিনা এর নামানুসারে গণপাঠাগারের নামকরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.