রাজধানীর দোলাইপাড়ে বিএনপির বিক্ষোভ তিন জনকে আটকের অভিযোগ

0 ১০০

রাজধানীর দোলাইপাড়ে বিএনপির বিক্ষোভ তিন জনকে আটকের অভিযোগ

 

এম রাসেল সরকার:

বিএনপির মহাসমাবেশে হামলা, দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পতনের একদফা দাবিতে চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে মিছিল করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি।

 

সোমবার (১৩ নভেম্বর) বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীর দোলাইপাড় মহাসড়ক থেকে শুরু হয়ে দয়াগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

 

বিএনপির অভিযোগ, মিছিলটি দয়াগঞ্জ মোড়ে এসে পৌঁছালে অতর্কিত হামলা করে পুলিশ। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা এতে তিনজন আহত হন এবং তিন জনকে আটক করে পুলিশ।

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি নাছির আহমেদ মোল্লা, ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবু জাফর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আল আমিন মৃধা, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, ৫১নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মমিন মিয়া, সাবেক সদস্য পলাশ, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজীজ মুন্সী স্বপন, ৫৩নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকিবুল্লা রাকিব।

 

শ্যামপুর থানা যুবদলের নেতা ওমর ফারুক, ৫৪নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহীন শেখ, কদমতলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদ, রানা, ৬০নং যুবদলের সদস্য সচিব শেখ ওহিদুজ্জামান রিপন, শ্যামপুর থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাব্বি রায়হান, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, দনিয়া কলেজের সাংগঠনিক সম্পাদক শুভ, তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা নাজমুল পাপন, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা জহিরুল ইসলাম শুভ, ৫১নং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সম্রাট হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম, ৫৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.