সরকার বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের দমন পীড়ন করছে
সরকার বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের দমন পীড়ন করছে
নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের নেতাকর্মীদের ডেকে এনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের উপর হামলা করানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
রোববার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে ধানমন্ডিতে এ হামলার ঘটনা ঘটে।
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, রাত ৯টার দিকে ধানমন্ডিতে নিজ বাসায় যাওয়ার পথে ধানমন্ডি-১৫ এলাকায় পুলিশ তার গতিরোধ করে এবং সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ডেকে আনে। তারপর ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়।
সৈকত আরিফ বলেন, গণতন্ত্রকামী জনগণের আন্দোলনে ভীত হয়ে সরকার বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের দমন পীড়ন করছে। তারই অংশ হিসেবে আজ ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ডের উপর হামলা করে ছাত্রলীগ। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।
গণতান্ত্রিক বাংলাদেশের লড়াইকে আরও শক্তিশালী করে জনগণ এসব হামলা মামলার জবাব দেবে উল্লেখ করে এই ছাত্র নেতা বলেন, এই লড়াইয়ে জনগণ অবশ্যই বিজয়ী হবে।