সিরাজগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0 ৬৮

সিরাজগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

 

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

 

নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১১ই নভেম্বর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্হ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস,যুগ্ন সাধারণ সম্পাদক ড: জান্নাত আরা হেনরী তালুকদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসান শাহীদ চঞ্চল,যুগ্ন আহ্বায়ক আলহাজ সরকার প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সন্তান ও শাহবাগ থানার কৃষক লীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রব মনসুর, জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের নেতৃবৃন্দ।

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরে একটি বর্ণাঢ্য র্্যালী বের করা হয়। র্্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উক্ত র্্যালীতে বিভিন্ন ব্যানার ফেস্টুন ও বাদ্য বাজনা নিয়ে যুবলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.