১৩ মাদক মামলার আসামী কালু গ্রেফতার
** বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ (এক) কেজি গাঁজা, চোরাই মোটরসাইকেল সহ ১৩ মাদক মামলার আসামী কালু গ্রেফতার****
নিজস্ব সংবাদদাতা
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় অদ্য ১৩/১১/২০২৩ইং তারিখ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান স্যারের নেতৃত্বে, এসআই/ মুহাম্মদ কাওসারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী
হাবিবুর রহমান প্রকাশ কালু(৩০), পিতা-মোঃ তোতা মিয়া , সাং- সোনাপুর (চৌকিদার বাড়ী) , থানা- রামগঞ্জ, জেলা -লক্ষ্মীপুরের হেফাজত হইতে অবৈধ মাদক ১০০০ (এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করিয়া রামগঞ্জ থানার মামলা নং- ০৮(১১)২৩, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক)/ ৩৬(১) সারণি ১৯(ক)/৪১ ও রামগঞ্জ থানার মামলা নং- ০৯(১১)২৩ ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়।
পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।