” এমপি প্রার্থী লিংকন কে নিয়ে হ্যালো লিংকন গান গাইলেন কলকাতার সুপ্রিয় রায় “
নিজস্ব সংবাদদাতা
ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাধে সবার কাছেই এখন লিংকন পরিচিত মুখ।
দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও লিংকন এখন সবার কাছেই পরিচিত মুখ। কিন্তু এবার ঘটেছে ব্যাতিক্রম এক ঘটনা। বাংলাদেশের লিংকন কে নিয়ে এবার একটি গান গাইলে কলকাতার হুগলী জেলার ছেলে সুপ্রিয় রায়। এ নিয়ে লিংকনের সাথে যোগাযোগ করা হলে লিংকন বলেন, গানটি আমি শুনেছি। ছেলেটির সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে যোগাযোগ হলে সে চাইলে আমার সাথে দেখা করতে পারবে।
একসময় মিডিয়াতে কাজ করেছেন লিংকন মিউজিক ভিডিও গান,শর্ট ফিল্ম ও উপস্থাপনা প্রোগ্রামে। মডেল, উপস্থাপক হিসেবে সাড়া দেশ ও দেশের বাহিরে তার একটি পরিচিতি আছে। এখন মিডিয়াতে তাকে আর তেমন দেখা যায় না তবে তিনি ভ্রমন বিষয়ক ব্লগ ভিডিও করেন।
Linkon Official নামে তার ইউটিউব চ্যানেল, পেইজ, টিকটক রয়েছে।
তাছাড়াও চীন থেকে স্কিন ও লেজার এক্সপার্ট হিসেবে বেশ অভিজ্ঞ ও খ্যাতি রয়েছে মো: শফিউল ইসলাম লিংকন এর। তিনি ত্বকের লেজার ট্রিটমেন্ট করেন। সেখানেও মানুষের সেবা করতে পেরে তার অনেক ভালো লাগে বলে আমাদের জানিয়েছেন।
তিনি সামনে আরো ভালো কাজ করতে চান এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন ।