দীঘিনালায় ৫ম ধাপে স্বপ্নের আবাসন পেলো আরও ৫৫ পরিবার

0 ৪২৩

দীঘিনালায় ৫ম ধাপে স্বপ্নের আবাসন পেলো আরও ৫৫ পরিবার

 

সোহাগ মিয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ির দীঘিনালায় ৫ম ধাপের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলো আরও ৫৫ টি পরিবার।

১৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে ৫ম ধাপের ১ম পর্যায়ের আশ্রয়ন প্রকল্পের গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশের পাশাপাশি দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামেও ৫ম ধাপের ১ম পর্যায়ের ৫৫ টি ঘর ও ২ শতক জমি প্রদান করা হয় উপকার ভোগীদের।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ওসি মুহাম্মদ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দীঘিনালা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ৩৭০ জন শিক্ষার্থী এবং ৩০৫ টি অসহায় পরিবারের কাছে হস্তান্তর করেন অতিথিরা।

Leave A Reply

Your email address will not be published.