রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান জি এম কাদের
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বড় তিনটি দলকে চিঠি দিয়ে ‘পূর্বশর্ত ছাড়া’ সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর চিঠির পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এই সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আজ রাত ৮টার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান জি এম কাদের। সেখানে তিনি রাষ্ট্রপতিকে এ আহ্বান জানান। জাতীয় পার্টির সূত্রে এ তথ্য জানা গেছে।
৯টা ১২ মিনিটে বঙ্গভবন থেকে বের হয়ে আসেন জাপা চেয়ারম্যান।
পরে জাতীয় পার্টির বিশেষ দূত মাশরুর মাওলা ঢাকা পোস্টকে বলেন, এটা একটা সৌজন্য সাক্ষাত ছিল। এর বাইরে কিছু নয়।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল সকালে ব্রিফ করবে নির্বাচন কমিশন। কবে কখন কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল সকালে ব্রিফ করবে নির্বাচন কমিশন
দলের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছে। আমরাও সংলাপের কথা বলে আসছি।
তিনি আরও বলেন, আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না। এখন দলগতভাবে আমরা অনেক শক্তিশালী। আমাদের ইউনিটি অন্য সময়ের থেকে অনেক বেশি এখন।