যাত্রাবাড়ী থানার যুবদলের সাধারণ সম্পাদক টিটু’কে গ্রেফতার করেছে র্যাব-১০
নাশকতার মামলায় যাত্রাবাড়ী থানার যুবদলের সাধারণ সম্পাদক টিটু’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
নিজস্ব সংবাদদাতা :
অদ্য ১৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-২৭, তারিখ-০৯/১১/২০২৩ খ্রিঃ, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী
যাত্রাবাড়ী থানার যুবদলের সাধারণ সম্পাদক টিটু (৪৫), পিতা-শফিউদ্দিন, সাং-৭৯/এ/২, বিবির বাগিচা ০৪ নং গেইট, থানা- যাত্রাবাড়ী, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।