স্ত্রী ও ছোট মেয়ে সঙ্গে সাক্ষাৎ করেছেন কারাবন্দি মির্জা ফখরুল

0 ৯৪

স্ত্রী ও ছোট মেয়ে সঙ্গে সাক্ষাৎ করেছেন কারাবন্দি মির্জা ফখরুল

 

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। কারাগারে যাওয়ার পর তার সঙ্গে দ্বিতীয় দফায় দেখা করল পরিবার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  বলেন, শুক্রবার দুপুরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি ভালো আছেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসভবন থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.